নারী জাগরণ ও আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছরে বেগম রোকেয়া পদক পেয়েছেন সমাজকর্মী অ্যারোমা দত্ত ও শিক্ষিকা বেগম নূরজাহান। শুক্রবার সকালে বেগম রেকেয়া দিবস-২০১৬ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক বিতরণ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'এবার দু'জনকে এ স্বীকৃতি দেয়া হলেও আগামীতে পাঁচজনকে রোকেয়া পদক দেয়ার সিদ্ধান্ত হয়েছে।'
তিনি বলেন, 'অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। অধিকার আদায় করে নিয়ে এগিয়ে যেতে হবে নারীদের। আরও বেশি করে সম্পৃক্ত হতে হবে উন্নয়নমূলক কাজে।'
শেখ হাসিনা বলেন, 'বাংলাদেশ আজকে নারী উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে মর্যাদা পাচ্ছে। মেয়েরা যেন সর্বক্ষেত্রে তাদের অবস্থান সুদৃঢ় করতে পারে, সেজন্য বিভিন্ন কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। '
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় প্রতিবছর বেগম রোকেয়া দিবসে পদক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে আসছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ