গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লীতে আগুন দেওয়ার ঘটনায় পুলিশের কোনো সদস্য জড়িত কিনা বা কারা জড়িত এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১৫ দিনের মধ্যে গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিমকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সাঁওতালদের ঘরে আগুন দেওয়ার একটি ভিডিও নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আইন ও সালিশ কেন্দ্রের একটি সম্পূরক আবেদনে বুধবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।
এছাড়া, সাঁওতালপল্লীর ঘটনায় দায়ের করা দু’টি এজাহার সমান গুরুত্ব দিয়ে তদন্তের ব্যবস্থা করতে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
প্রসঙ্গত, গত ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীর চিনিকল কর্তৃপক্ষের জমি দখলে নিতে গিয়ে পুলিশ ও স্থানীয়দের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এই ঘটনায় গোলাগুলিতে তিন সাঁওতাল নিহত ও বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় বিভিন্ন সময়ে আইন ও সালিশ কেন্দ্র এবং সাঁওতালরা হাইকোর্টে তিনটি পৃথক রিট আবেদন করেন। বুধবার এসব রিট আবেদনের বিষয়ে আদেশের জন্য দিন ধার্য ছিল। তবে এদিন আসক একটি সম্পূরক আবেদন করলে আদালত অগ্নিসংযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়ে ৮ জানুয়ারি আদেশের দিন ধার্য করেছেন।
বিডি-প্রতিদিন/১৪ ডিসেম্বর, ২০১৬/মাহবুব