ঘন কুয়াশার কারণে সাময়িকভাবে প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে ফেরি চলাচল বন্ধ হওয়ার পর শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আবার স্বাভাবিক হয়।
দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক আবদুল্লাহ মিয়া জানান, বৃহস্পতিবার গভীর রাতে কুয়াশা পড়তে শুরু করে। পরে রাত সাড়ে ৩টার দিকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনার ভয়ে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকাল সোয়া ৮টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরই নৌপথ আবার কুয়াশায় ঢেকে গেলে ফেরি চলা বন্ধ থাকে। পরে সকাল সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়।
তিনি বলেন, ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া পারে প্রায় ৩০০ ও পাটুরিয়া পারে প্রায় ২০০ যানবাহন আটকা পড়ে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ