দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এএফএম আমিনুল ইসলাম বলেছেন, 'রাজনৈতিক সদিচ্ছা ও জনসচেতনতা সৃষ্টি এবং ঘুষদাতা ও ঘুষ গ্রহীতাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। দুর্নীতি রোধ করতে হলে জনগণকে এ বিষয়ে আরও সম্পৃক্ত করতে হবে।'
আজ শনিবার রাজধানীর বিএফডিসিতে ইউসিবি পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে দুদকের এসব কথা বলেন তিনি।
ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন- ট্রান্সপারেন্সি ইনটারন্যাশনাল বাংলাদেশের (টিআবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এম এ সবুর।
ইউসিবি পাবলিক পার্লামেন্টের গ্রান্ড ফাইনালে দুর্নীতি বিরোধী এ ছায়া সংসদে ‘রাজনৈতিক সচেতনতা নাকি জনসচেতনতা দুর্নীতি রোধ করতে পারে’-এ নিয়ে বিতার্কিকরা তর্কযুদ্ধে অবতীর্ণ হয়।
বিডি প্রতিদিন/৭ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম