পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তায় প্রয়োজনে বাংলাদেশ সেনা পাঠাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস বিফিংয়ে তিনি একথা জানান।
আরব ইসলামিক-আমেরিকান সম্মেলনে যোগ দিতে আগামী ২০ মে সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২১ মে সৌদি আরবের রাজধানী রিয়াদে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনের প্রতিপাদ্য ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন’। ওই সফর সম্পর্কে জানাতে ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ প্রধানমন্ত্রীকে এ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন। এতে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সফরে শেখ হাসিনার সঙ্গে সাইড লাইনে ট্রাম্প, সৌদি বাদশাহসহ অন্য বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, জোটভুক্ত ৪১ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে দেশটি।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিকদের বিদেশ ভ্রমণে কোনো প্রকার বাধা দেওয়া হচ্ছে না। তবে বিদেশ যাওয়া সব নাগরিককে নজরদারি করা সরকারের দায়িত্ব। এছাড়া ৫৬০টি মসজিদ নির্মাণ করে দেওয়ার বিষয়ে সৌদি আরব সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তা থেকে তারা সরে আসেনি বলেও জানান তিনি।
সৌদি আরব সফরকালে প্রধানমন্ত্রী ওমরাহ পালন করবেন। ঢাকায় ফিরবেন ২৩ মে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ