সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) সিল ও স্টিকার লাগানো সাপেক্ষে মামলা ফাইল ও এফিডেভিট দাখিল করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।
সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের সহকারী রেজিষ্ট্রার (প্রশাসন) সোহাগ রঞ্জন পাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা বলা হয়। এ অফিস আদেশ সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত ওই আদেশে বলা হয়, “সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি, সমিতির সদস্যদের জন্য অত্র কোর্টে মামলা ফাইল ও এফিডেভিট করার ক্ষেত্রে ওকালতনামায় আইনজীবী সমিতির ষ্টিকার ও সিল লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। ওকালমনামায় আইনজীবী সমিতির সিল ও স্টিকার থাকলে ভুয়া আইনজীবীর মাধ্যমে মামলা প্রবণতা রোধ হবে বলে অত্র কোর্ট মনে করে।”
বিডি-প্রতিদিন/এস আহমেদ