বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ছাড়া দেশে আগামীতে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আসন থেকে না সরে গেলেও কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
৭ নভেম্বর বিএনপির ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রবিবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে হয়রানি করা হচ্ছে অভিযোগ মির্জা ফখরুল আরও বলেন, ভোটের মাধ্যমে জনগণ এর জবাব দিবে। তাদের বিচারও জনগণ করবে।
এর আগে, জনসভায় যোগ দিতে সকাল থেকে ঢাকা ও এর আশপাশ থেকে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৭/মাহবুব