প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৭ মার্চ হলো জাতির মূল চালিকাশক্তি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণে গেরিলা যুদ্ধের দিক-নির্দেশনাসহ অর্থনৈতিক মুক্তির আহ্বান জানিয়েছিলেন। যে ভাষণ আজ বিশ্ব স্বীকৃত। একই সঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার নবদ্বার উম্মোচন করেছে- যা বিশ্বব্যাপী আজ সমাদৃত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সংসদ ভবনে রবিবার অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সভায় সফলভাবে ৬৩তম সিপিসি সম্পন্ন করায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি স্পিকারের ভূয়সী প্রশংসা করেন এবং এসব বিষয়ে সংসদে আলোচনারও পরামর্শ দেন।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৭/মাহবুব