পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলছেন, অপরিশোধিত তরল শিল্পবর্জ্য ঢাকার চারপাশের নদী দূষণের অন্যতম কারণ। দূষণরোধে তরল বর্জ্য নির্গমণকারী সকল শিল্প কারখানায় ইটিপি স্থাপন ও পরিবেশগত ছাড়পত্র গ্রহণে বাধ্য করা হচ্ছে। এছাড়া নগরবাসীকে দূষণের হাত থেকে রক্ষার জন্য এরমধ্যে শিল্প দূষণ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে ঢাকা ও চট্টগ্রাম জেলার জিআইএস ডাটাবেইজ করা হয়েছে।
সংসদের ১৮তম অধিবেশনের দ্বিতীয় দিনে টেবিলে উত্থাপিত মমতাজ বেগমের (মানিকগঞ্জ-২) প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আনোয়ার হোসেন মঞ্জু আরো বলেন, ঢাকার চারপাশে প্রবাহিত নদীগুলির পানি দূষণের অন্যতম কারণ রাজধানীর হাজারীবাগ এলাকার ট্যানারী শিল্প কারখানা থেকে নির্গত তরল বর্জ্য। এজন্য হাজারীবাগের ট্যানারী বন্ধ করে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার স্থাপন করে সাভারে চামড়া শিল্পনগরীতে স্থানান্তর করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে তরল বর্জ্য নির্গমণকারী সব কারখানাকে শূণ্য মাত্রায় নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন