রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ প্রধান বিচারপতি এস কে সিনহার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণের পর সোমবার বঙ্গভবন থেকে পরবর্তী করণীয় নির্ধারণ করতে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৭ জানুয়ারি দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন এস কে সিনহা। বয়স অনুযায়ী ২০১৮ সালের ৩১ জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু পদত্যাগের মধ্যে দিয়ে ৮১ দিন আগেই তার কার্যকাল শেষ হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন