আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর চিহ্নিত নেতারা নির্বাচন করতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এজন্য জামায়াতের কেউ স্বতন্ত্র প্রার্থী হতে চাইলে নির্বাচন কমিশন বিষয়টি আলাদাভাবে বিচার-বিশ্লেষণ করবে বলেও তিনি জানান।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।
হাইকোর্টের আদেশে জামায়াতে ইসলামী বাংলাদেশের নিবন্ধন বাতিল করায় তাদের কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া যুদ্ধাপরাধের দায়ে দলটির শীর্ষ বেশ কয়েকজন নেতার বিচার হয়েছে। একই অভিযোগে বিচারাধীন আছেন আরও কয়েকজন নেতা। এই অবস্থায় তাদের কোনো নেতা অন্য কোনো দলে বা স্বতন্ত্র হয়ে নির্বাচনে আসে সেটা গ্রহণ করবেন কিনা জানতে চাইলে মাহবুব তালুকদার বলেন, ‘সেটা আমি কেমন করে বলবো। তবে জামায়াতে ইসলামীর চিহ্নিত যারা আছেন, তাদেরকে আমরা নির্বাচনে গ্রহণ করবো না।’
কারও বিরুদ্ধে জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগ উঠলে নির্বাচন কমিশন পর্যালোচনা করবে জানিয়ে তিনি বলেন, ‘একজন একটা ধোঁয়া তুলে দিল এটা জামায়াতের লোক, তাহলে সেটার বিষয়ে আমি কেমন করে বলব। কোনো অভিযোগ পেলে সেটি কমিশন আগে পর্যালোচনা করে দেখবে। জামায়াতের সবাইতো চিহ্নিত না। যারা চিহ্নিত তাদেরকে অবশ্যই নির্বাচনে গ্রহণ করা হবে না।'
এই নির্বাচন কমিশনার আরও বলেন, ‘হাইকোর্টের আদেশে জামায়াতে ইসলামী বাংলাদেশের নিবন্ধন বাতিল করা হয়েছে। এজন্য তাদের কার্যক্রম বন্ধ রয়েছে। তারা দলীয়ভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না।’
বিডি-প্রতিদিন/১৪ নভেম্বর, ২০১৭/মাহবুব