বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মলনে তিনি একথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আগেও একাধিকবার চিঠি দেয়া হয়েছে। আবার চিঠি দেয়া হচ্ছে। এটি একটি চলমান প্রক্রিয়া। এটি চলছে।
আগামী শনিবার থেকে ঢাকায় শুরু হতে যাওয়া ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সচিব শহিদুল হক উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/০৩ মে, ২০১৮/মাহবুব