বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান আসন্ন গাজীপুর ও খুলনা নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও গাজীপুরের এসপি'কে প্রত্যাহারের দাবি করেছেন।
আজ বিকেল ৩টা থেকে প্রায় দুইঘন্টা ব্যাপী প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির নেতারা।
বৈঠক শেষে ড. মঈন খান সাংবাদিকদের বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে।
এদিকে, খুলনা ও গাজীপুরে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার ব্যাপারে সিইসি প্রধান কে এম নুরুল হুদা বলেন, বিএনপি যে তথ্য দিয়েছে তা সঠিক নয়। এই অভিযোগের কোনো নির্ভরযোগ্য তথ্য আমরা পাইনি। এছাড়া কেএমপি কমিশনার ও গাজীপুরের এসপির প্রত্যাহারের দাবির বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/৩ মে ২০১৮/ওয়াসিফ