সনাতন ধর্মালম্বী এক শিক্ষককে 'পবিত্র হজ পালনের জন্য' ৫০ দিনের ছুটি দিয়ে জারি করা প্রজ্ঞাপন সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সংশোধিত প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়।
সূত্রমতে, গত ৩০ এপ্রিল মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে (স্মারক নম্বর- ৩৭.০০.০০০০.০৬৯.০৮.০১০.১৭.৪৩৪) গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যাপক অরুণ চন্দ্র বিশ্বাসকে হজের জন্য ছুটি মঞ্জুর করা হয়।
সনাতন ধর্মের শিক্ষককে হজের জন্য ছুটি দেয়া শিক্ষা মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপন নিয়ে সমালোচনার ঝড় উঠলে মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয় সেটি। পরে বৃহস্পতিবার একই স্মারকে (নম্বর- ৩৭.০০.০০০০.০৬৯.০৮.০১০.১৭.৪৩৪) সংশোধিত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে অধ্যাপক অরুণ চন্দ্র বিশ্বাসের স্থলে অধ্যাপক মোকাদ্দেসুর রহমানকে পবিত্র হজ পালনের জন্য ৫০ দিনের ছুটি দেওয়া হয়েছে। মোকাদ্দেসুর রহমান নোয়াখালীর চৌমুহনী সরকারি এস এ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক।
এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কলেজ) ড. মোল্লা জালাল উদ্দিন কোন মন্তব্য করতে রাজি হননি।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন বলেন, কম্পিউটার অপারেটর টাইপ করতে ভুল করেছিল। এটি অনাকাঙ্ক্ষিত ভুল কাট-পেস্টের ফল। পরে প্রজ্ঞাপনটি সংশোধন করে দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/০৩ মে ২০১৮/আরাফাত