বিএনপির সিনিয়র নেতা ও সম্পাদক পর্যায়ের বৈঠক আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
তিনি বলেন, বৈঠকে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের আসন্ন নির্বাচন, ৭ মে সুপ্রিম কোর্টে খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে দুদকের আপিল শুনানির পরবর্তী করণীয় ও দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
এতে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, যুগ্ম মহাসচিব ও সম্পাদকরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/০৪ মে ২০১৮/এনায়েত করিম