বাংলাদেশের যে কোনো সংকটময় মুহূর্তে ভারত পাশে ছিল উল্লেখ করে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
বুধবার দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শনের সময় তাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর সহায়তার কথা স্মরণ করে ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং ভারতের সেনারা একসঙ্গে যুদ্ধ করেছেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছেন। যা ভারতের জন্য গর্বের বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের একটি শক্তিশালী বীজ বপন করেছিলেন। বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ সেই সম্পর্কের এক সোনালী অধ্যায় বিরাজ করছে।
সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, রাজ দেবোত্তর এস্টেটের পক্ষে চিত্ত ঘোষ, বীরগঞ্জ সার্কেলের এএসপি সালাহউদ্দীন আহমেদ, কাহারোল উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক প্রমুখ।
বিডি-প্রতিদিন/৩১ অক্টোবর, ২০১৮/মাহবুব