নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা ৭ দফা দাবি পেশ করেছি। আগামীকাল আলোচনা হবে এই দাবির ভিত্তিতে। সংলাপের আমন্ত্রণ জানানোর পর গত তিন দিনের রাজনৈতিক ঘটনাবলী তুলে ধরে তিনি আরো বলেন, গত তিনদিনে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াকে একটি মামলায় ৭ বছরের সাজা দেয়া হয়েছে। আরেকটি মামলার আপিলে তার সাজা বাড়িয়ে ১০ বছর করা হয়েছে। আজকে আরেকটি রায়ে বলা হয়েছে যে, বিএনপি যে তার গঠনতন্ত্র সংশোধন করেছিল, সেই সংশোধনী গ্রহণযোগ্য নয়। এসব কিসের আলামত, প্রশ্ন রাখেন মান্না।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মান্না আরও বলেন, আমাদের ৭ দফার মধ্যে একটি দাবিতে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছে এই সরকার। ওরা এটা কেয়ার করে না। গতকাল থেকে আজকে পর্যন্ত যত আলোচনা চলছে বিভিন্ন টেলিভিশনে, বিভিন্ন কাগজে সব জায়গায় তারা (সরকার) বলছেন, সংবিধান সম্মত আলোচনার জন্য তারা আমাদের ডেকেছেন। সকলের উদ্দেশ্যে বলতে চাই, অবশ্যই আন্তরিকভাবে এই সংলাপের মাধ্যমে আমরা সংকটের একটা পরিসমাপ্তি ও নিষ্পত্তি চাই। তবে যদি আগেই কেউ দেওয়াল তুলে দেন, আগেই যদি সংবিধানের নামে বেড়াজাল সৃষ্টি করা হয় সংলাপ সফল হবে না। আগেই যদি এমন পরিস্থিতি তৈরি করেন যে কথা বলা যাবে না, তাহলে সংলাপ সফল হবে না।
বিডি-প্রতিদিন/৩১ অক্টোবর, ২০১৮/মাহবুব