বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক দীর্ঘ দিনের। ভবিষ্যতে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সংসদ ভবনে আজ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে বিদায়ী সাক্ষাৎকালে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় বার্নিকাট বলেন, বাংলাদেশ শিল্প-সংস্কৃতিতে অত্যন্ত সমৃদ্ধ। সংগীত ও সংস্কৃতিকে পুঁজি করে বাংলাদেশ পর্যটন শিল্পে সম্ভাবনার উজ্জ্বল দ্বার উন্মোচন করতে পারে। বাংলাদেশে অবস্থানকালীন সময়কে মধুর উল্লেখ করে তিনি এ দেশের জনগণের আতিথেয়তায় সন্তোষ প্রকাশ করেন। মার্শিয়া বার্নিকাট সফলভাবে জাতীয় সংসদ পরিচালনা করায় স্পিকারকে অভিনন্দন জানান। জবাবে স্পিকার প্রায় চার বছর বাংলাদেশে সফলতার সাথে দায়িত্ব পালন করায় রাষ্ট্রদূতের ভূমিকার প্রশংসা করেন।
স্পিকার বলেন, দশম জাতীয় সংসদ ছিল অনন্য। এ সংসদের মেয়াদে বাংলাদেশ ১৩৬তম আইপিইউ ও ৬৩তম সিপিএ এ দু’টি আন্তর্জাতিক সম্মেলন সফলভাবে আয়োজন করেছে। আইন প্রণয়নেও এ সংসদের অর্জন অসামান্য। এছাড়া ২৩ জন সরাসরি নির্বাচিতসহ সংরক্ষিত ৫০ জন মোট ৭৩ জন নারী সংসদ সদস্য দশম সংসদে ভূমিকা রেখেছেন- যা নারী ক্ষমতায়নে অগ্রযাত্রায় মাইলফলক। ভবিষ্যতে নেতৃত্ব ও রাজনীতিতে নারীর অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার