সাত দফা দাবি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ সংলাপে বসছেন জাতীয় ঐক্যফ্রন্ট্রের নেতারা। এজন্য বৃহস্পবিার বিকাল ৫টার দিকে রাজধানীর মতিঝিলে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বার থেকে গণভবনের উদ্দেশে রওনা দেবেন তারা।
সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতাসীন ১৪-দলীয় জোটের ২২ জন অংশ নেবেন। অন্যদিকে, ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের ১৬ সদস্য অংশ নেবেন। ঐক্যফ্রন্টের নেতারা সন্ধ্যা ৭টার আগেই গণভবনে পৌঁছবেন বলে জানা গেছে।
দেশবাসীর দৃষ্টি আজ গণভবনে। নানা অনিশ্চয়তার মধ্যেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সন্ধ্যায় সংলাপে বসছেন আওয়ামী লীগ ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। কী কথা হবে তাদের মধ্যে? সংলাপ ফলপ্রসূ হবে কি? ঐক্যফ্রন্টের সাত দফা দাবি কি মেনে নেবে আওয়ামী লীগ? নাকি অংশগ্রহণ নির্বাচনের স্বার্থে ছাড় দেবে ঐক্যফ্রন্ট? সংলাপের মাধ্যমে রাজনৈতিক উত্তাপের বরফ গলবে তো— এমন হাজারো প্রশ্ন এখন দেশবাসীর।
বিডি-প্রতিদিন/০১ অক্টোবর, ২০১৮/মাহবুব