রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে রওনা দেওয়ার পর বিকাল পৌনে ৪টার দিকে তারা বঙ্গভবনে প্রবেশ করেন।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর শনিবার বিকেল ৩টায় বৈঠকে বসবে কমিশন। এদিনই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে ইসি সূত্রে জানা গেছে।
বিডি-প্রতিদিন/০১ অক্টোবর, ২০১৮/মাহবুব