আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতাসীন ১৪-দলীয় জোটের সঙ্গে পূর্ব নির্ধারিত সংলাপে অংশ নিতে গণভবনের পথে রওনা দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসা থেকে রওনা হন তারা।
ঐক্যফ্রন্টের শরীক ও গণফোরামের সাংগঠিক সম্পাদক মোস্তাক আহমেদ এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সব দলের অংশগ্রহণ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠানে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে অর্থবহ সংলাপ চেয়ে গত রবিবার প্রধানমন্ত্রীকে চিঠি দেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। সংলাপের সেই প্রস্তাবে সাড়া দিয়ে আজ বৃহস্পতিবার গণভবনে সময় দেন প্রধানমন্ত্রী।
বিডি-প্রতিদিন/০১ অক্টোবর, ২০১৮/মাহবুব