আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতাসীন ১৪-দলীয় জোটের সঙ্গে পূর্ব নির্ধারিত গণভবনে সংলাপে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ সংলাপ শুরু হয়। সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশটা আমাদের সকলের, সকলে মিলে দেশটাকে গড়ে তুলতে হবে।
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় ৬টা ২০ মিনিটের দিকে গণভবনে এসে পৌঁছেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
পরে পৌনে ৭টার দিকে গণভবনে আসেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, জেএসডির আ স ম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ ঐক্যফ্রন্টের অন্য সব নেতারা।
বিডি-প্রতিদিন/০১ অক্টোবর, ২০১৮/মাহবুব