বর্তমান সরকারের উন্নয়নের বিচারের ভার ঐক্যফ্রন্ট নেতাদের ওপর ছেড়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি এটার বিচার আপনাদের উপরই ছেড়ে দেব। ৯ বছর ১০ মাস হতে চললো আমরা সরকারে। এই সময়ের মধ্যে দেশের কতোটুকু উন্নয়ন করতে পেরেছি, সেটা নিশ্চয়ই আপনারা বিবেচনা করে দেখবেন। তবে এটুকু বলতে পারি, বাংলাদেশের সাধারণ মানুষ ভালো আছে; তাদের ভাগ্যের পরিবর্তন ঘটছে। দিনবদলের যে সূচনা আমরা করেছিলাম, সেই দিন বদল হচ্ছে এটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
বৃহস্পতিবার রাতে গণভবনে ঐক্যফ্রন্টের সঙ্গে সরকারি জোটের সংলাপের শুরুতে রাখা এক সূচনা বক্তব্যে একথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিজের সরকারি বাসভবনে সরকারবিরোধী জোটের সকলকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গণভবন জনগণের ভবন, এখানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে এ অনুষ্ঠানে যে আপনারা এসেছেন...।
তিনি বলেন, বাংলাদেশের জন্য আজকে আমরা যে আর্থ সামাজিক উন্নয়ন করে যাচ্ছি এবং দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে গণতন্ত্রের ধারা অব্যাহত রেখেছি, সেক্ষেত্রে বাংলাদেশের এই উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, এছাড়া এই দেশটা আমাদের সকলের। মানুষের ভাগ্যের পরিবর্তন করা; দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশের সার্বিক উন্নয়ন এটাই আমাদের মূল লক্ষ্য।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতার সুফল যেন প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছতে পারে সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।
বিডি-প্রতিদিন/০১ অক্টোবর, ২০১৮/মাহবুব