আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতাসীন ১৪-দলীয় জোটের সঙ্গে পূর্ব নির্ধারিত সংলাপে অংশ নেননি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণভবনে এই সংলাপ শুরু হয়। সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলের সদস্য হয়ে অংশ নেওয়ার কথা ছিল বিএনপির এই জ্যেষ্ঠ নেতার। কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় তিনি সংলাপে অংশ নিতে পারেননি।
গয়েশ্বরের বক্তিগত সহকারী মো. শাহীন পরিবর্তন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘স্যার, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। এজন্য সংলাপে যেতে পারেননি।’
প্রসঙ্গত, জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে গণভবনে প্রথমে যে ১৬ জনের তালিকা দেয়া হয় তাতে ছিলেন না গয়েশ্বর। পরে শেষ মুহূর্তে বৃহস্পতিবার আরও ৫ সদস্যের তালিকা যুক্ত করে জাতীয় ঐক্যফ্রন্ট। এই তালিকাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের সঙ্গে গয়েশ্বরও ছিলেন। কিন্তু ড. মঈন খান সংলাপে অংশ নিতে নির্ধারিত সময়েই গণভবনে আসলেও গয়েশ্বর রায় আসেননি।
বিডি-প্রতিদিন/০১ অক্টোবর, ২০১৮/মাহবুব