আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার রাতে সৈয়দ আশরাফের মৃত্যুর সংবাদ শুনে পৃথক বিবৃতিতে তারা এ শোক প্রকাশ করেন।
ড. কামাল হোসেন বলেন, সৈয়দ আশরাফের মৃত্যুতে বাংলাদেশে একজন সজ্জন রাজনীতিককে হারালো।
অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৈয়দ আশরাফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/কালাম