সৌদি আরবের উদ্দেশে উড়াল দিয়ে এক ঘণ্টা পর জরুরি প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ।
ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে।
জানা গেছে, রবিবার মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে উড়াল দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং। কিন্তু এক ঘণ্টা পর দ্রুত প্রত্যাবর্তন করে শাহজালালে জরুরি অবতরণ করে বিমানটি।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, উড্ডয়নের প্রাক্কালে রানওয়ের পাশে দাঁড়িয়ে থাকা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ড্যাস-৮ উড়োজাহাজকে ধাক্কা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৭৭ উড়োজাহাজ। এতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওই উড়োজাহাজ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। মূলত, বোর্ডিং ব্রিজ থেকে পেছনে ফেরার সময় রানওয়েতে টার্নিং নিতে গিয়ে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। এই ঘটনায় বাংলাদেশ বিমানের উড়োজাহাজটির কোনো ক্ষতি হয়েছে কিনা তা যাচাই না করেই তৎক্ষণাৎ সৌদির পথে উড্ডয়ন করে।
পথে পাইলটের হয়তো সে বিষয়টি মনে দাগ কাটে। তাই দ্রুত প্রত্যাবর্তন করে শাহজালালে জরুরি অবতরণ করেন বিমানের পাইলট।
অবশ্য পরীক্ষা-নিরীক্ষার পর পুনরায় সৌদির উদ্দেশে উড়াল দেয় বাংলাদেশ বিমানের উড়োজাহাজ।
এদিকে ইউএস-বাংলার সেই ড্যাস-৮ উড়োজাহাজটি মেরামত করে উড্ডয়নের জন্য প্রস্তুত করা হচ্ছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/কালাম