ইসলামিক রাষ্ট্রসমূহের সংসদীয় ইউনিয়ন বা পার্লামেন্টারী ইউনিয়ন অব দ্যা ওআইসি মেম্বার স্টেটস-এর ১৪তম সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের একটি প্রতিনিধি দল নিয়ে মরক্কো গেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রতিনিধি দলে আরো রয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, এস এম শাহজাদা এমপি, সৈয়দা জাকিয়া নূর এমপি এবং মাসুদ উদ্দিন চৌধুরী এমপি। মরক্কোর রাজধানী রাবাতে চারদিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
গত ১১ মার্চ শুরু হওয়া এই সম্মেলন চলবে ১৪ মার্চ পর্যন্ত। ইসলামিক রাষ্ট্রসমূহের সংসদীয় ইউনিয়নের ১৪তম সম্মেলনে ৫৪টি মুসলিম দেশের সংসদীয় প্রতিনিধি দল অংশ নিচ্ছে বলে জানিয়েছে মডিল ইস্ট মনিটর।
সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ মঙ্গলবার জানায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দলটি মঙ্গলবার সম্মেলনে যোগ দিয়েছেন। স্পিকার ইসলামিক রাষ্ট্রসমূহের সংসদীয় ইউনিয়নের জেনারেল কমিটির সভায় বক্তব্য রাখবেন।
এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে স্পিকারকে বিদায় জানান সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব (সচিবের দায়িত্বে) আ,ই,ম গোলাম কিবরিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সম্মেলন শেষে আগামী ১৮মার্চ প্রতিনিধি দলের দেশে ফিরার কর্মসূচি রয়েছে।
বিডি-প্রতিদিন/১২ মার্চ, ২০১৯/মাহবুব