আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি শুরু হয়েছে। এ বিষয়ে সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল পাঁচটায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে।
বুধবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক অধ্যাপক ডাক্তার আবু নাসার রিজভী। তিনি জানান, বাইপাস সার্জারি করছেন ডা. ফিলিপ কোহ'র নেতৃত্বে গঠিত মেডিক্যাল বোর্ডের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি।
ওবায়দুল কাদেরের পরিবার দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা