ধানের ন্যায্য মূল্যের দাবি ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় জহুর হোসেন চৌধুরী হলে (কনফারেন্স লাউঞ্জ) এ সংবাদ সম্মেলন হবে।
দলীয় সূত্র জানা যায়, সংবাদ সম্মেলনে কৃষকের ধানের ন্যায্য মূল্যের দাবি ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন গণফোরাম সভাপতি।
এসময় দলের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, সুব্রত চৌধুরীসহ দলীয় নেতারা উপস্থিত থাকবেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন