ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ ১৬ জনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাদের বিরুদ্ধে ৭২২ পৃষ্ঠার চার্জশিট চূড়ান্ত করা হয়েছে।
অভিযোগপত্র আগামীকাল বুধবার আদালতে দাখিল করা হতে পারে।
মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে পিবিআই সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার বক্তব্য দেন।
এ সময় তিনি বলেন, নুসরাত হত্যা মামলায় এ পর্যন্ত ১২ আসামি দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এর মধ্যে মাদ্রাসা অধ্যক্ষ সিরাজউদ্দৌলাও রয়েছেন। তবে এখন পর্যন্ত এই ঘটনায় ১৬ জনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
বিডি প্রতিদিন/কালাম