ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম মন্ত্রীর পদমর্যাদা পাবেন। একইসঙ্গে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান (লিটন) ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেককে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়। প্রজ্ঞাপন অনুযায়ী মেয়র মো. আতিকুল ইসলাম মন্ত্রীর এবং লিটন ও খালেক প্রতিমন্ত্রীর পদমর্যাদার পাশাপাশি বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
এ বিষয়টি শিগগির কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, দেশে বর্তমানে ১২টি সিটি কর্পোরেশেন রয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম