বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন কারাবন্দি বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক।
বুধবার বেলা ১১টায় বিএসএমএমইউ হাসপাতালের নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
বিগ্রেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক বলেন, গত ১ এপ্রিল বেগম খালেদা জিয়াকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। যে সকল সমস্যা নিয়ে তাকে ভর্তি করা হয়েছিল সে সকল সমস্যার অনেক উন্নতি হয়েছে। তিনি আগের চেয়ে অনেক ভালো আছেন। বিভিন্ন গণমাধ্যমে গত কয়েকদিন যাবত বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে মনগড়া বক্তব্য প্রকাশিত হচ্ছে বলেও দাবি করেন তিনি।
এর আগে, গত ২৫ মার্চ বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। হাসপাতালের ৬২১ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার পর থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। বিএসএমএমইউতে স্থানান্তরের আগে তিনি সেখানেই বন্দি ছিলেন।
বিডি-প্রতিদিন/২৯ মে, ২০১৯/মাহবুব