আমরা গঠনমূলক সমালোচনা চাই জানিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আপনারা অন্ধ হয়ে সমালোচনা করবেন না। আমরা সমালোচনা চাই, কিন্তু তা হতে হবে গঠনমূলক। তিনি বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে ধান ক্ষেতের এক কোণায় আগুন দিয়ে তা ভিডিও করে এবং ছবি তুলে ছড়িয়ে দেওয়া হয়েছে। আবার ভারতের ধান ক্ষেতের একটি আগুনের ঘটনাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দী স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন তথ্যমন্ত্রী।
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী আরও বলেন, ধানের দাম নিয়ে একটু সমস্যা হয়েছিল। সরকার এক সপ্তাহের মধ্যে তা ঠিক করে দিয়েছে। তারপরও কিছু লোক ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।
সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, সুবীর নন্দীদের মৃত্যু নেই। তিনি আছেন বাঙালির হৃদয়ে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি, খ্যাতিমান অভিনেত্রী সারাহ বেগম কবরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার