১৭ জুন, ২০১৯ ১৯:৩৩

১৫ হাজার ১৬৬ কোটি টাকার সম্পূরক বাজেট পাস

নিজস্ব প্রতিবেদক

১৫ হাজার ১৬৬ কোটি টাকার সম্পূরক বাজেট পাস

ফাইল ছবি

বিরোধী দল জাতীয় পার্টি ও বিএনপি সদস্যদের তুমুল বিরোধীতার মুখে ১৫ হাজার ১৬৬ কোটি ১৮ লাখ ৫৪ হাজার টাকা ব্যয় করার অনুমতি দিয়ে চলতি ২০১৮-১৯ অর্থবছরের সম্পূরক বাজেট পাস করেছে সংসদ। এই বাজেট পাসের মধ্য দিয়ে সংসদ ৩৪টি মন্ত্রণালয় ও বিভাগকে অতিরিক্ত বরাদ্দ অনুমোদন দেওয়া হয়। এরমধ্যে নির্বাচন কমিশন সচিবালয়কে প্রায় আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে আজকের বৈঠকে অর্থমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘নির্দিষ্টকরণ (সম্পুরক) বিল-২০১৯’ পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়। এর মাধ্যমেই মঞ্জুরি বরাদ্দ ও সম্পূরক বাজেট পাস হয়।

সাংবিধানিক নিয়ম অনুসারে যেসব মন্ত্রণালয় বা বিভাগ বাজেটের বরাদ্দকৃত অর্থ ব্যয় করতে পারেনি তাদের হ্রাসকৃত বরাদ্দের জন্য সংসদের অনুমতির কোন প্রয়োজন হয় না। কিন্তু যেসব মন্ত্রণালয় বা বিভাগ অতিরিক্ত ব্যয় করেছে কেবলমাত্র তাদের বরাদ্দই সংসদের অনুমতির প্রয়োজন হয়। এরই প্রেক্ষিত্রে সংসদে এই সম্পূরক বাজেট পাস হয়। গত দু’দিন ধরে সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনা শেষে বিলটি পাস হয়।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর