১৫ সেপ্টেম্বর, ২০১৯ ০৮:৫৪

ছাত্রলীগের সাধারণ সম্পাদক কে এই লেখক ভট্টাচার্য?

অনলাইন ডেস্ক

ছাত্রলীগের সাধারণ সম্পাদক কে এই লেখক ভট্টাচার্য?

লেখক ভট্টাচার্য। ফাইল ছবি

রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে নেতৃত্ব সরিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সংগঠনের প্রথম সহ-সভাপতি আল নাহিয়ান খান জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কে এই লেখক ভট্টাচার্য?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সাবেক শিক্ষার্থী লেখক ভট্টাচার্যের গ্রামের বাড়ি যশোরের মনিরামপুরে। তিনি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং জগন্নাথ হল ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

শোভন-রাব্বানীর কমিটি গঠিত হওয়ার ১০ মাস পর বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। 

পূর্ণাঙ্গ এই কমিটিতে বিভিন্ন পদপ্রাপ্ত হন ৩০১ জন। এতে ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ঢাবি ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক লেখক ভট্টাচার্য।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর