জনকল্যাণে গৃহীত প্রকল্পগুলো আরও স্বচ্ছতা ও দক্ষতার সাথে দ্রুত বাস্তবায়নের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে আর্থিক অপচয় রোধের ব্যাপারেও সতর্ক থেকে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর দরপত্র আহ্বানের ক্ষেত্রে ‘ইউনিফাইড প্রাইস শিডিউল’ অনুসরণ করার সুপারিশ করা হয়।
সংসদ ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৭ম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ। কমিটির সদস্য আলহাজ মো. দবিরুল ইসলাম, মুজিবুল হক, মইনউদ্দীন খান বাদল, গোলাম মোহাম্মদ কাদের, ফখরুল ইমাম গোলাম মোহাম্মদ সিরাজ বৈঠকে অংশগ্রহণ করেন।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে সংসদের ফ্লোরে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের গৃহীত প্রকল্পসমূহ বৈঠকে উপস্থাপন করা হয়। এসময় জানানো হয় যে, এমআইএস প্রকল্পের আওতায় বিভিন্ন জেলায় ইলেক্ট্রনিক ক্যাশ পেমেন্টের মাধ্যমে গত অর্থবছরে ১৬টি উপজেলার ১ লাখ ৬১ হাজার ৭৬৫ জনকে ইলেকট্রনিক উপায়ে ইএফটি- এর মাধ্যমে ভাতার অর্থ পৌছে দেয়া হয়েছে। চলতি অর্থবছরে ১৬টি জেলার ১০ লাখ জনকে একইভাবে ভাতার অর্থ পৌছে দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বৈঠকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইএমইডি সচিব ও দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম