সমাজসেবা অধিদপ্তরের অধীনে ইউনিয়ন সমাজকর্মী পদে স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা নিয়ে বিতর্কের প্রেক্ষিতে মন্ত্রণালয়কে তদন্ত কমিটি করে বিষয়টি খতিয়ে দেখার সুপারিশ করেছে। একইসঙ্গে এ বিষয়ে তদন্তের ফলাফলসহ একটি পূর্ণাঙ্গ রির্পোট কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবেচনার জন্য দৃষ্টি প্রতিবন্ধীদের দাবিগুলো কমিটির পক্ষ থেকে প্রস্তাব আকারে উপস্থাপনের সিদ্ধান্ত হয়। এছাড়া গাজীপুর জেলার টংগী শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট এর উৎপাদিত বিশুদ্ধ ‘মুক্তা পানি’ বাংলাদেশ বিমানে সরবরাহের বিষয়ে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়।
সংসদ ভবনে আজ অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির ৫ম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠক সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাগুফতা ইয়াসমিন, বদরূদ্দোজা মোঃ ফরহাদ হোসেন, আ কা ম সরওয়ার জাহান, কাজী কানিজ সুলতানা ও আরমা দত্ত বৈঠকে অংশগ্রহণ করেন ।
বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করার পর বিষয়টি নিয়ে নানা বিতর্ক হচ্ছে। তাই আমরা মন্ত্রণালয়কে বিষয়টি তদন্ত কমিটি প্রতিবেদন দিতে বলেছি। দৃষ্টি প্রতিবন্ধীরা তাদের দাবিগুলো নিয়ে প্রধানমন্ত্রী সাথে দেখা করতে চায়। আমরা বলেছি তাদের দাবিগুলো যেহেতু বিবেচনা যোগ্য, তাই আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবিগুলো মন্ত্রণালয়ের প্রস্তাব আকারে উপস্থাপনের কথা বলেছি।
সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে গাজীপুর জেলার টংগী শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট এর পণ্যের মান বৃদ্ধি ও যুগোপযোগী করার সুপারিশ করে কমিটি। বৈঠকে মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার