কালুর ঘাট সেতুর নির্মাণ করতে না পারার আক্ষেপ নিয়ে মৃত্যুবরণ করেন জাসদের নির্বাহী সভাপতি মঈনুদ্দিন খান বাদল। সেই সেতু নির্মাণের দাবি জানালেন একই নির্বাচনী আসন চট্টগ্রাম-৮ থেকে উপ-নির্বাচনে বিজয়ী হয়ে আসা নব নির্বাচিত এমপি মোছলেম উদ্দিন আহমেদ।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের ষষ্ঠ অধিবেশনে সোমবার দেওয়া প্রথম শুভেচ্ছা বক্তব্যে তিনি এ দাবি জানান। তবে তিনি মঈনুদ্দিন খান বাদলের নাম উচ্চারণ করেননি।
এর আগে সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে মোছলেম উদ্দিন আহমেদকে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথ অনুষ্ঠানে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ মাহবুব আরা বেগম গিনি, হুইপ সামশুল হক চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, আবু রেজা মোহাম্মদ নেজানমুদ্দীন নদভী, ওয়াসিকা আয়শা খান এ, খালেদা খানম এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম