ভারতে লকডাউনের কারণে আটকে পড়া আরও ২২১ বাংলাদেশিকে পৃথক দু’টি ফ্লাইটে ফেরালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
রবিবার কলকাতা ও মুম্বাই থেকে ফ্লাইট দু’টি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমান বাংলাদেশ জানায়, বিকাল ৩টা ৪০মিনিটে কলকাতা থেকে ৫৯ জন যাত্রী নিয়ে বিমানের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে মুম্বাই থেকে বিমানের একটি বিশেষ ফ্লাইট ১৬২ জন যাত্রী নিয়ে ঢাকায় নামে।
বিমানবন্দর সূত্র জানায়, ভারত থেকে আসা সব যাত্রী হেলথ সার্টিফিকেট নিয়ে এসেছেন। তাদের কারো দেহে করোনার সংক্রমণ নেই। তবে তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে শনিবার (২ মে) দিল্লিতে আটকে পড়া ১৫১ জন ও শুক্রবার (১ মে) কলকাতা থেকে ৭৩ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনে বিমান বাংলাদেশ।
বিডি প্রতিদিন/আরাফাত