করোনাভাইরাসের প্রভাবে পণ্য বিক্রি বন্ধ থাকায় উদ্বেগ-উৎকন্ঠায় ভুগছেন দেশের নারী উদ্যোক্তারা। তাদের অভিযোগ, সরকার প্রণোদনা ঘোষণা করলেও ব্যাংকগুলো বলছে, তারা কোন নির্দেশনা পায়নি। তারা ব্যাংকগুলোর স্বচ্ছতা ও ব্যবসায় ভ্যাট মওকুফ সুবিধা চেয়েছেন।
সোমাবার অনলাইনে আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন নারী উদ্যোক্তারা।
ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই'র সাবেক প্রথম সহ-সভাপতি ও চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি মনোয়ারা হাকিম আলীর সঞ্চালনায় বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ, এফবিসিসিআই পরিচালক শারিতা মিল্লাত, শমী কায়সার, এসএমই ফাউন্ডেশনের পরিচালক মানতাসা আহমেদ, ইশমত জেরিন খান, সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বণলতা রায়, ময়মনসিংহের সভাপতি আনোয়ারা সুলতানা পলি প্রমুখ।
মনোয়ারা হাকিম আলী বলেন, নারী উদ্যোক্তাদের এই সময়ে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে।
কানিজ আলমাস খান বলেন, ব্যাংকের শাখা গুলো বলছে, তারা এখনও কোন নির্দেশনা পাননি। ক্ষুদ্র ব্যবসায়ীদের বাঁচাতে পারলে আমরা ঘুরে দাঁড়াতে পারবো।
শারিতা মিল্লাত বলেন, এখন কোন ব্যবসা নেই। তবে এই সঙ্কটে ব্যবসাকে ই-কমার্স মুখি করতে হবে। চলমান পরিস্থিতিতে ব্যবসার ধারণা বদলাতে হবে।
শমী কায়সার বলেন, নারী উদ্যোক্তাদের ব্যবসা ই- কমার্স মুখী করতে হলে ডিজিটাল মার্কেটিং বুঝতে হবে। এজন্য তথ্য ব্যবস্থাপনা সর্ম্পকে জানতে হবে। নারী উদ্যোক্তাদের জন্য ভ্যাট মওকফু করা জরুরি।
মানতাসা আহমেদ বলেন, প্রায় ৮ হাজার কোটি টাকার বাজার দেশিয় ফ্যাশন খাতে। বৈশাখ ও ঈদের পোশার তৈরি থাকার পরও আমরা বসে আছি। সরকার যে প্যাকেজ দিয়েছে, তা কিভাবে ক্ষুদ্র ব্যবসায়ীরা কিভাবে পাবে, সেই দিক-নির্দেশনা দরকার। পিছিয়ে পড়া তৃণমূলের উদ্যোক্তাদের প্রণোদনা নিশ্চিত করতে হবে। ব্যাংকগুলোকে স্বচ্ছতা নিশ্চিত হবে।
স্বণলতা রায় বলেন, আমাদের পণ্য উৎপাদনের ক্ষেত্রে কাঁচামালের দাম সহনীয় রাখার দাবি জানাই।
বিডি প্রতিদিন/আরাফাত