করোনা পরিস্থিতি মোকাবিলায় সম্মিলিত ভূমিকা রাখাসহ বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসকদের দায়িত্ব, অধিকার ও সুরক্ষাকে সামনে রেখে ৩৬তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার এ্যাসোসিয়েশনের কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (প্রেষণে কর্মরত) ডা. মো. আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক হিসেবে গাজীপুরের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আতিকুজ্জামান নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ডা. শান মুহাম্মাদ ইরান ও কোষাধ্যক্ষ পদে ডা. মো. শামসুল হুদা সরকার সাগরকে নির্বাচিত করা হয়।
নব নির্বাচিত সভাপতি ডা. আসাদুজ্জামান বলেন, অনলাইন গোপন ভোটিংয়ের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে স্বাস্থ্য ক্যাডারের ৩৬ ব্যাচের ১৮৩ জন সদস্যের মধ্যে ১৬৮ জন চিকিৎসক কর্মকর্তা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের চার সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনে ছিলেন ডা. হারুন-অর-রশিদ জুয়েল, ডা. নিপা নন্দী, ডা. মঈন খন্দকার ও ডা. রেজওয়ান প্লাবন।
বিডি প্রতিদিন/আল আমীন