মো. আল মুঈদকে সভাপতি এবং তরিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নাগরিক ছাত্র ঐক্যের ৫১ সদস্যের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ৩ মাসের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার জন্য নবনির্বাচিত কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। আজ বিদায়ী আহবায়ক সাকিব আনোয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
কমিটিতে মোশাররফ হোসেনকে সহসভাপতি, আজমির হাসানকে যুগ্ম সাধারণ সম্পাদক, হোসেন আরাফাতকে সাংগঠনিক সম্পাদক এবং শাওন রহমানকে দপ্তর সম্পাদক করা হয়েছে। এছাড়া আরো ৪ জন সহসভাপতিসহ সভাপতিমন্ডলী, ১৬ জন সম্পাদক, ২২ জন সহসম্পাদক এবং ৪ জন সদস্যসহ মোট ৫১ জনকে কেন্দ্রীয় কমিটির অন্তর্ভুক্ত করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন