নির্বাচনী পোস্টার থেকে লেখার খাতা বানিয়ে তা দেশের প্রত্যন্ত অঞ্চলে ত্রাণের ব্যাগের সঙ্গে শিশুদের কাছে পৌঁছে দিচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। গত ফেব্রæয়ারিতে অনুষ্ঠিত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বিভিন্ন এলাকায় প্রার্থীরা যেসব লেমেনেটেড পোস্টার ঝুলিয়েছিলেন সেগুলো সংগ্রহ করে তা লেখার খাতায় রূপান্তরিত করে স্বেচ্ছাসেবক সংগঠনটি।
বর্তমানে বিদ্যানন্দ দেশের বিভিন্ন স্থানে বিশাল ত্রাণ সরবরাহের করছে। তারই ধারাবাহিকতা সংগঠনটি এবার নির্বাচনী পোস্টার থেকে তৈরি করা খাতা শিশুদের জন্য উপহার হিসেবে পাঠাচ্ছে।
বিডি প্রতিদিন/আল আমীন