১৪ জুলাই, ২০২০ ১৪:৩৭

রিজেন্টের সঙ্গে চুক্তির বিষয়ে জানতাম না : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

রিজেন্টের সঙ্গে চুক্তির বিষয়ে জানতাম না : স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি

রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের চুক্তির বিষয়ে কিছু জানতেন না দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমের কাছে এ দাবি জানান তিনি। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের অনুরোধের প্রেক্ষিতে অন্য একটি সভা শেষে উপস্থিত হয়েছিলেন তিনি।

তিনি আরও বলেন, স্বাস্থ্য অধিদফতর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে উদ্বৃত করে যে ব্যাখ্যা দিয়েছেন সে বিষয়ে জবাব চাওয়া হয়েছে, জবাব পেলে বিষয়টি স্পষ্ট হবে।

এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোনো প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয়ার এখতিয়ার শুধু অধিদফতরের রয়েছে। মন্ত্রণালয়ের এক্ষেত্রে কোনো দায়ভার নেই।

২১ মার্চ স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কক্ষে রিজেন্ট হাসপাতালের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এর মাধ্যমে রিজেন্ট হাসপাতালের দুটি শাখাকে (উত্তরা ও মিরপুর) কোভিড চিকিৎসার দায়িত্ব প্রদান করা হয়। এখন জানা যাচ্ছে, হাসপাতালটির এ বিষয়ে তেমন সক্ষমতা ছিল না। সেখানে নমুনা সংগ্রহ করে পরীক্ষা না করেই দেওয়া হতো সনদ।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর