২৩ জুলাই, ২০২০ ১০:৩০

নিষেধাজ্ঞা শেষে আবারও মাছ ধরা শুরু সাগরে

অনলাইন ডেস্ক

নিষেধাজ্ঞা শেষে আবারও মাছ ধরা শুরু সাগরে

ফাইল ছবি

গত মধ্যরাতে শেষ হয়েছে টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা। ফলে আজ বৃহস্পতিবার থেকে আবারও বঙ্গোপসাগরে মাছ ধরা শুরু হচ্ছে। এতদিন প্রাণহীন থাকা জেলে পল্লিগুলোতে আবার ফিরছে  প্রাণচাঞ্চল্য।

সংশিষ্টরা বলছেন, নিষেধাজ্ঞা শেষ হওয়ায় কক্সবাজারের প্রায় সাত হাজার মাছ ধরার নৌকা বৃহস্পতিবার সকাল থেকে সাগরে নামা শুরু করেছে।  

উল্লেখ্য, বঙ্গোপসাগরে মাছসহ মূল্যবান প্রাণিজ সম্পদের ভান্ডারের সুরক্ষায় গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের জন্য বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। এ নিষেধাজ্ঞা শেষ হয় বুধবার মধ্যরাতে। জাটকা নিধনে নিষেধাজ্ঞা আরোপের সফলতাকে অনুসরণ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সামুদ্রিক মাছের পাশাপাশি চিংড়ি, কাঁকড়ার মতো ক্রাস্টেশান আহরণও ছিল এই নিষেধাজ্ঞার আওতায়।  


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর