বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সামনে জেলা বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ ও অপর যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রবিউল আলম সৈকতসহ ১০ জন আহত হন।
বুধবার বিকালে সদর উপজেলার ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সংঘর্ষ হয়।
পুলিশ জানায়, ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তখন অনুষ্ঠানে আসনে বসা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা পক্ষের সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদের পক্ষের নেতাকর্মীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের নেতাকর্মী সংঘর্ষে জড়ান। এ সময় দুই পক্ষের অন্তত দশজন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতরা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়ে চিকিৎসা নেন।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ