১৩ অক্টোবর, ২০২০ ১৫:১১

রশীদ হায়দারের জানাজা ঢাবির কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

রশীদ হায়দারের জানাজা ঢাবির কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত

প্রখ্যাত লেখক, মুক্তিযুদ্ধ গবেষক ও বাংলা একাডেমির সাবেক পরিচালক রশীদ হায়দারের জানাজা নামাজ আজ মঙ্গলবার বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এতে মরহুমের পরিবার-পরিজন ও গুণগ্রাহীরা অংশগ্রহণ করেন। জানাজা নামাজ শেষে তার মরদেহ দাফনের জন্য আজিমপুর কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়। 

এর আগে দুপুর একটার দিকে রশীদ হায়দারের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিয়ে আসা হয়। পরে যোহরের নামায শেষে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে পুষ্পস্তবক অর্পণ করে মৃতের প্রতি শ্রদ্ধা জানান বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান। 
 
রশীদ হায়দার আজ সকাল সাড়ে ৮টার দিকে তার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দারের বাসায় মারা যান। তিনি গল্প-উপন্যাস-নাটক-অনুবাদ-নিবন্ধ-স্মৃতিকথা ও সম্পাদনা সব মিলিয়ে ৭০ এর অধিক বই রচনা করেছেন। 

বিডি প্রতিদিন/ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর