কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ঘোষণা দিয়ে বলেছেন, বিএনপি-জামায়াত ষড়যন্ত্রকারী এবং গণতন্ত্র হত্যাকারী সংগঠন। এদের প্রতিহত করতে যুবলীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।
বুধবার গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘দেশের সব এলাকায় বিএনপি সন্ত্রাসীদের প্রতিহত করতে যুবলীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। বিএনপি-জামায়াত আজও ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি-জামায়াত গণতন্ত্র হত্যাকারী সংগঠন। জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে জিয়াউর রহমান গণতন্ত্রকে হত্যা করেছে।’
নিখিল বলেন, ‘খালেদা জিয়া জামায়াতিদের সঙ্গে নিয়ে গণতন্ত্রের নামে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। কোন গণতান্ত্রিক অধিকারে আপনি পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছেন? বাংলার মানুষের কাছে বাংলার মাটিতে, বাংলার যুব সমাজের কাছে জবাব দিতে হবে, তা না হলে শেখ পরশের নেতৃত্বে দাঁতভাঙা জবাব দেয়া হবে।’
বিডি প্রতিদিন/কালাম