৮ মার্চ, ২০২১ ২২:০৯
করোনার ভুয়া রিপোর্ট

সাবরিনার জামিন নাকচ

অনলাইন ডেস্ক

সাবরিনার জামিন নাকচ

ডা. সাবরিনা চৌধুরী। ফাইল ছবি

কোভিড-১৯ এর নমুনা পরীক্ষায় ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীর জামিন নাকচ করলেন আদালত। আজ সোমবার শুনানি শেষে এই আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল বলেন, ‘আজ জামিনের আবেদন করলে বিচারক সাবরিনার জামিন নাকচ করেছেন।’

করোনার নমুনা পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গত বছরের ২৩ জুন সাবরিনার স্বামী আরিফ চৌধুরীসহ ছয়জনকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। এরপর ১২ জুলাই সাবরিনাকে পুলিশের তেজগাঁও বিভাগীয় উপকমিশনারের (ডিসি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ওইদিনই তাকে করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে তেজগাঁও থানায় করা মামলায় গ্রেফতার দেখায় পুলিশ্

এ ছাড়া ডা. সাবরিনার বিরুদ্ধে দুর্নীতির মামলা ও নির্বাচন কমিশনের (ইসি) করা মামলাসহ কয়েকটি মামলা করা হয়েছে। সেসব মামলায় তাদের রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি ইসির মামলায় জামিন পেলেও প্রতারণার মামলায় জামিন না পাওয়ায় কারাগারে আটক আছেন। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর