ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতিসমূহের ফেডারেশন এফবিসিসিআইয়ের নির্বাচনে বিচ্ছিন্ন ভাবে একাধিক ব্যবসায়ী লাঞ্ছিত হয়েছেন।
আজ রবিবার সকাল ১১টার দিকে রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে অবস্থিত এফবিসিসিআইয়ের কার্যালয়ে এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মো. রেজাউল করিম রেজনু, পরিচালক হাফেজ হারুন ও আবুল আয়েস খান বিচ্ছিন্নভাবে একটি যুব সংগঠনের কর্মীদের হাতে লাঞ্ছনার শিকার হন।
সকাল থেকে সেই যুব সংগঠনের কর্মীরা এফবিসিসিআই ভবনে অবস্থান নেয়। এই সময় ভেতরে প্রবেশ করা নিয়ে রেজনুর সঙ্গে তাদের বিবাধ হয়। একপর্যায়ে তারা রেজনুসহ কয়েকজনের ওপর হামলা করে। তবে রেজনু বিষয়টি অস্বীকার করেছেন সাংবাদিকদের কাছে।
বিডি প্রতিদিন/আবু জাফর